কপিলমুনি (খুলনা) সংবাদদাতা: ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার,সংগ্রাম সাফল্যে গৌরবের নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে পাইকগাছার কপিলমুনিতে।
রবিাবর বিকালে কপিলমুনি সদরের মেইন সড়কে (নিসচা) পাইকগাছা শাখা কতৃক র্যালি পরবর্তীতে মোঃ ফরিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন (নিসচা) পাইকগাছা শাখার সভাপতি এইচ,এম,শফিউল ইসলাম,বিশেষ অতিথি সংগঠনের সহ সম্পাদক সাংবাদিক আলাউদ্দীন সোাহাগ,নজরুল ইসলাম,মিন্টু অধিকারী,সবুর আলআমিন,কামরুল পার্থ হালদার,মোঃ তাহরুল ইসলাম,রেজাউল করিম,আঃ সাত্তার ফকির,নাহিদ পারভেজ,নজরুল ইসলাম প্রমুখ।