ইসমাইল হোসেন, সাভার থেকেঃ আগামী ২২শে অক্টোবর নিরাপদ সড়ক দিবস-২০২২ কে কেন্দ্র করে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার থানা শাখার চলমান মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১৮ই অক্টোবর উপদেষ্টার সাথে সৌজন্য স্বাক্ষত করেন।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার থানা শাখার সম্মানিত উপদেষ্টা, সাপ্তাহিক আলোরযুগ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাভার প্রেসক্লাবের বার বার নির্বাচিত সভাপতি এবং বর্তমান আহবায়ক জনাব মোঃ জাভেদ মোস্তফা। আগামী ২২শে অক্টোবর নিরাপদ সড়ক দিবস-২০২২ উৎযাপন উপলক্ষে সড়কের বিশৃঙ্খলা দূরিকরণ ও দূর্ঘটনারোধ বিষয়ক বিভিন্ন দিক নিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার থানা শাখার সড়কযোদ্ধাদের সাথে পরামর্শ ও আলোচনা করেন।
পরে শ্রদ্ধেয় উপদেষ্টার নিকট নিসচার স্মরণিকা তুলে দেওয়া হয়। এর আগে ১৭ই অক্টোবর সোমবার নিসচা সাভার থানা শাখার সড়ক যোদ্ধারা অত্র শাখার উপদেষ্টা ও সাভার পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব আব্দুল গনির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।