তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ সবাই যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত, নিসচা তখন সড়ক নিরাপদে ব্যস্ত। পবিত্র ঈদ-উল ফিতর এর আগের দিন গভীর রাত পর্যন্ত বড়লেখা পৌর শহরে সড়কে শৃঙ্খলা প্রণয়ন ও সচেতনতা মূলক প্রচারাভিযান পরিচালনা করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
পুরো রমজান মাসব্যাপী ধারাবাহিক টানা কার্যক্রমের অংশ হিসেবে ঈদের আগের দিন রবিবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮ থেকে গভীর রাত পর্যন্ত সড়কে শৃঙ্খলা প্রণয়ন, সচেতনতা মূলক প্রচারাভিযান ও যানজট নিরসনে অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার শাকিল, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন, ছায়দুল আহমদ, নাজিম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে নিসচা’র কার্যক্রমের প্রতি উদ্বুদ্ধ হয়ে সামিল হন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও রাজনীতিবীদ এমাদুল ইসলাম, বড়লেখা বনিক সমিতির সদস্য সচিব আব্দুর রহমান মানিক, সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী আব্দুস সামাদ, মো. শামসুল ইসলাম, মো. বদরুল ইসলাম। এসময় তারা বলেন সবাই যখন ঈদের নতুন কাপড় কেনাকাটা করতে ব্যস্ত, নিসচা তখন সড়ক নিরাপদে ব্যস্ত। পুরো রমজান মাসব্যাপী জনস্বার্থে তাদের এই কার্যক্রম আমাদের অভিভূত করেছে। এর আগেও তারা দুর্যোগপূর্ণ মুহুর্তে সড়কে বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করেছে। তারা সারা বছর সড়ক দুর্ঘটনারোধে ও শৃঙ্খলা প্রনয়নে বিভিন্ন প্রচারাভিযান এবং কার্যকরী উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি প্রতিবার পবিত্র ঈদ-উল ফিতর, ঈদ-উল আযহা উপলক্ষে জনদুর্ভোগ লাঘবে জনস্বার্থে সড়কে শৃঙ্খলা প্রণয়নে বিশেষ কার্যক্রম পরিচালনা করে। তাদের এই কার্যক্রমে জনমনে স্বস্তি নেমেছে।
তাছাড়া সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনারোধের পাশাপাশি প্রতিনিয়ত তারা মানবিক কল্যাণে অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের নিদর্শনায় মাহে রমজান ও ঈদ উপলক্ষে সড়কে জনদুর্ভোগ লাঘবে, সড়কের বিশৃঙ্খলা রোধে এবং দুর্ঘটনা রোধে মাসব্যাপী ধারাবাহিক কার্যক্রম পরিচালনাসহ ঈদের আগের দিন গভীর রাত পর্যন্ত সড়কে বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করে নিসচা বড়লেখা উপজেলা শাখা। তাদের এই কার্যক্রমে জনমনে স্বস্তি নেমে আসে এবং নিসচা’র কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করেন সচেতন মহলসহ স্থানীয় জনসাধারণ।