ইসমাইল হোসেন, সাভার থেকেঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়ক-মহাসড়কের যানজট নিরসনে এবং দূর্ঘটনা রোধ কল্পে সাত দিনের সচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা), সাভার থানা শাখা।
তারই অংশ হিসেবে আজ ১০ই জুন সোমবার সাভারের স্মৃতিসৌধ সংলগ্ন নবীনগর দূরপাল্লার বাস টার্মিনালে প্রথম দিনের কর্যক্রম পরিচালনা করে নিসচা সাভার থানা শাখার সড়ক যোদ্ধাবৃন্দ।
এসময় নাড়ির টানে ঘরে ফেরা টার্মিনালে অপেক্ষমান যাত্রী, গণপরিবহনের চালকসহ সাধারণ পথচারীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
এছাড়াও হেলমেট বিহীন বাইকারদের এবং গণপরিবহনের চালকদের সড়কে নিয়ম মেনে গাড়ি চালাতে এবং মানসম্মত হেলমেট পরিধান করতে উদ্বুদ্ধ করা হয়
আজকের কার্যক্রমে অংশগ্রহণ করেন নিসচা সাভার থানা শাখার সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আশিফুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ হায়দার সহ আরো অনেকে।