নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি, একুশে পদকপ্রাপ্ত, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৪ তম জন্মদিন উপলক্ষে নিরাপদ সড়ক চাই(নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ রোড, সোনালী ব্যাংক চত্বর সহ বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়েছে।নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক রশিদুর রহমান রানার সভাপতিত্বে মাস্ক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এমপি মহোদয়ের কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার তাসবির শরীফ সাম্য। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব ফজলুর বারী,নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক রবিউল ইসলাম রবি,সদস্য সচিব প্রভাষক আব্দুল হান্নান, কার্যনির্বাহী সদস্য সোহেল রানা, উপজেলা ছাত্র সমাজ এর আহবায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, সদস্য সচিব মোকারম হোসেন খোকন, পৌর জাতীয় ছাত্র সমাজ নেতা দিপ্ত,আসলাম পাপ্পু,নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সদস্য সোহেল রানা প্রমুখ।
এসময় ইলিয়াস কাঞ্চনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান একুশে পদক প্রাপ্ত জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবার সারাদেশের নিসচার সকল সংগঠন, তার ভক্ত ও সহকর্মীদের উদ্দেশ্যে বলেন এবারের জম্মদিনে কেক না কেটে শীতার্তদের পাশে দাঁড়ানো ও মাস্ক বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যেন জন্মদিন পালন করে সে আহ্বান জানান।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন