সাবেক মন্ত্রী শাহজাহান খান কর্তৃক রাজশাহীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সম্মেলনে নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে বেকুব বলে মন্তব্য করায় এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) ময়মনসিংহ শাখার আয়োজনে ১১ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ, বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুল হাসান রতন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নিসচা উপদেষ্টা এডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আল হাজুর রহমান সবুজ, সিনিয়র সদস্য অহনা নাসরিন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান, অর্থ সম্পাদক ফখরুল হাসান সায়েম, মহিলা বিষয়ক সম্পাদক বাবলী আকন্দ, সদস্য রেনু, শিক্ষার্থী তোয়াসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।