সড়ক আন্দোলনের বিশ্বের রোলমডেল জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত গণমানুষের মাহনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৬তম জন্মদিন উপলক্ষে নিসচা বগুড়া জেলা শাখার আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনামূল্যে প্রয়েজনীয় ওষুধ প্রদান করা হয়। এসময় ডায়াবেটিস পরীক্ষা/রক্ত পরীক্ষা করা হয়।
নিসচা বগুড়া জেলা শাখার আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্পে বগুড়া শহরের রেল ষ্টেশন এলাকার প্রায় তিন শতাধিক গরীব অসহায় হতদরিদ্র মানুষ চিকিৎসা সেবা গ্রহন করেন। সেবা পেয়ে সকলে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিকিৎসা সেবা নিতে আসা তহমিনা বেগম নামের একজন জানান, আজ এক বছর ধরে নানা অসুখে ভুগছি। স্বামী সামান্য কৃষি কাজ করে। যা আয় হয় তা দিয়ে সংসারই চলে না, ডাক্তার দেখাবো কি দিয়ে। এখানে বিনামূল্যে ডাক্তার দেখবে এবং ওষুধ দিবে শুনে এসেছি। আজ নায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন এজন্য ফ্রি ওষধ দেয়া হবে জেনে আমি নাতি/ছেলে বউকে নিয়ে এসেছি। এখানে অনেক ওষধ পেলাম। আল্লাহ ইলিয়াস কাঞ্চনকে অনেক ভালো রাখুক দোয়া করি।
নিসচা বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ বলেন, আজ আমাদের নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন। আমরা প্রতি বছর এই দিনে কোননা কোন ভালো মানবিক কাজ করে থাকি। জন্মদিনকে কেন্দ্র করে সমাজের অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। এবার আমরা বগুড়া শহরের ষ্টেশন এলাকায় বস্তিতে থাকা হতদরিদ্র মানুষ চিকিৎসা সেবা থেকে যারা বঞ্চিত তাদের ফ্রি চিকিৎসা প্রদানের উদ্যোগ নিয়েছি। আমাদের ক্যাম্প শুরু হবার পর এখানে সকল শ্রেণীর মানুষ ছুটে আসছে। আমরা চেষ্টা করছি এখানে আসা প্রতিটি মানুষকে সেবা দেবার।
মেডিক্যাল ক্যাম্পে চিকিসা সেবা প্রদান করেন বগুড়া শহীদ জিয়া মেডিকেলের ডাঃ মিনহাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া রেল ওয়ের মাষ্টার সাজেদুল ইসলাম সাজু, সহ সাধারন সম্পাদক গোলাম রব্বানী শিপন, সাংগঠনিক সম্পাদক আল আমিন, প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য সহিদুল ইসলাম, আরমান হোসেন ডলার, রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ।
ফ্রী মেডিকেল ক্যাম্প শেষে নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখা আয়োজনে মাদ্রাসার ইয়াতিম শিশুদের নিয়ে এক দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।