সড়ক আন্দোলনের বিশ্বের রোলমডেল জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত গণমানুষের মাহনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৮তম জন্মদিন উপলক্ষে নিসচা বগুড়া জেলা শাখার আয়োজনে এতিমখানায় খাদ্য সামগ্রী (চাল,ডাল,তেল, লবন, আলু, পেয়াজ, কাচা মরিচ, কপি, কাচা বাজার) বিতরণ করা হয়। বিতরণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আপোষহীন উন্নয়নের সৈনিক দেশ মাতৃকার কৃতি সন্তান সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত মাটি ও মানুষের নেতা জীবন্ত কিংবদন্তি ইলিয়াস কাঞ্চন মহোদয়ের আহবানকে সম্মান জানিয়ে নিসচা বগুড়া জেলা শাখার আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও তাহার জন্মদিন উপলক্ষে কেক কর্তন না করে এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিলের উদ্যোগ গ্রহণ করা হয়।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে শহরের বিন্দাবনপাড়া এতিমখানা মাদ্রাসায় ইলিয়াস কাঞ্চনের কর্মময় বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা সভা নিসচা বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা পরবর্তী সময়ে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের দীর্ঘায়ু কামনা ও সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন অত্র এতিমখানার হুজুর।
নিসচা বগুড়া জেলা শাখার সহ সভাপতি মিটুর সমন্নয়ে এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপু, সাধারন সদস্য মমিনুর রহমান, ক্রিয়া সম্পাদক গোলাম মোক্তাদির প্রমুখ।