প্রতিবারের মতো আজ প্রথম প্রহরে পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনা জেলা শাখার কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে নিসচা পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনাইন (কোয়েল) ও সাধারণ সম্পাদক কে,এম, মোখলেছুর রহমান রাসেল এর নেতৃত্বে শহীদ মিনার অভিমুখে পদযাত্রার মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এ সময় জেলা শাখার কার্যকরী কমিটির এবাদত হোসেন, কবীর, রাতুল, দেওয়ান নাসিমসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।