মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকার সময় নিসচা বড়লেখা শাখার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিসচা বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেঘনা লাইফ ইন্সুইরেন্স বড়লেখা শাখার ইনচার্জ আতিকুর রহমান, নিসচা বড়লেখা যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম মার্জান, কার্যকরী কমিটির সদস্য আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া, নুরে আলম মোহন, রাসেল আহমদ, রমা কান্ত দাস, খালেদ আহমদ, মারুফ সুমন সহ প্রমূখ।
অনুষ্ঠানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী নূর উদ্দিন।