English

22 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

অবশেষে নিসচার তৎপরতায় শিবগঞ্জে উচ্ছেদ হলো সড়কের অবৈধ স্থাপনা

- Advertisements -

রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার দীর্ঘদিনের দাবি- দাওয়ার পরিপ্রেক্ষীতে ও নিরাপদ নিউজে সংবাদ প্রকাশের পর অবশেষ বগুড়া শিবগঞ্জে পৌরশহরের প্রাণকেন্দ্র নাগরবন্দরে সড়কে দখল করে অবৈধভাবে স্থাপন করা ২০টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

Advertisements

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান।
উচ্ছেদ অভিযানের পর নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান বলেন আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বন্দরে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের জন্য দাবি করে আসছি। এব্যাপারে আমরা প্রসানের বরাবর স্মারকলিপি প্রদান করেছি।

Advertisements

অবশেষে এই উচ্ছেদ পরিচালনার জন্য ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম ও স্থানীয় ব্যাবসায়ী ভাইদের। এ অভিযান অব্যাহত থাকবে বলে আশাকরছি।
উচ্ছেদ অভিযানে পথ ব্যবসায়ী পানের দোকানদার মেহেদি হাসান বলেন জনকল্যাণে এ অভিযান ভালো তবে আমার পরিবারের ৫ জন সদস্য এখন কিভাবে আমাদের সংসার চলবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান বলেন, পৌরশহরে গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে নাগরবন্দর এলাকা রয়েছে। এখানে যানজট নিরসনের লক্ষ্যে সড়ক ও ফুটপাতে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। পুনরায় দোকান না বসানোর জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়। কেউ যদি নির্দেশ অমান্য করে দোকান বসানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন