আগামীকাল ধর্মীয় আলোচনা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব উদযাপন হবে। সনাতন ধর্মাবলম্বীদের মতে গত ৭ জুলাই নিজের বাড়ি থেকে মানব জাতির কল্যানের উদ্দেশ্য নিয়ে প্রতিবছরের মত এবারও ভ্রমন করতে মাসির বাড়ি গেছেন তিনি।
আগামীকাল জগন্নাথ দেব নিজের বাড়িতে ফিরবে। কয়েক হাজার পূর্ণ্যার্থীরা এ অনুষ্টানে অংশগ্রহণ করে পায়ে হেঁটে রথের গাড়ী টেনে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে নিজের বাড়ি। তখন সড়কে যানবাহনের পাশাপাশি মানুষের চাপের কারণে যানজট সৃষ্টির হবে।
সড়কে যানজট নিরসনের জন্য রাউজান হাইওয়ে পুলিশের সাথে নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্যদের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যা ৭টার দিকে রাউজান হাইওয়ে থানায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্তিত ছিলেন, রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক জয় দাশ গুপ্ত কার্যকরি সদস্য অন্তর দাশ সাধারণ সদস্য তৌহিদ ইসলাম, ইমতেয়াজ উদ্দিন, রেহান প্রমূখ।