English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

- Advertisements -

সাতক্ষীরায় ‘বিআরটিএ’ এর আয়োজনে বৃহস্পতিবার বেলা ১০.৩০ টায় সাতক্ষীরাস্থ তুফান কনভেনশন সেন্টার এ্যান্ড রিসোর্ট এর সম্মেলন কক্ষে ‘মুজিব বর্ষের শপথ, সড়ক হবে নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ পালিত হয়েছে।
মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে ও বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) এ এস এম ওয়াজেদ হোসেন এর স ঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তানজিবুর রহমান।  প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সহমর্মিতার অভাব, তড়িঘড়ি করে যাহবাহন চালনা এবং দীর্ঘ সময় এমনকি রাতের পর রাত জেগে গাড়ি চালনা করা, অসচেতনতার অভাবে বেশিরভাগ দূর্ঘটনা ঘটে। তিনি আরো বলেন, নিরাপদ সড়ক তৈরিতে আমরা আস্তে আস্তে সক্ষমতা অর্জন করছি।
আমরা আমাদের কম্পিটিটর নই,  পরিবর্তনের মাধ্যমে সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা সকল সমস্যা নিরসন করব।’ এ সময় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতিএবং  দৈনিক দৃষ্টিপাতের  সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম, নির্বাহী প্রকৌশলী  সওজ এর মীর নিজাম উদ্দীন আহমেদ, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, পুলিশ পরিদর্শক আবু হাসান মল্লিক, শ্রমিক নেতা আরশাদ আলী, শ্রমিক নেতা মুকুল। এসময় বক্তারা বলেন, দূর্ঘটনার জন্য শুধু চালকরাই দায়ী তা নয়, জনসচেতনতার অভাব, মোবাইল ফোন ধরে রাস্তা পারাপার, চালকদের বিশ্রামের অভাব ও উত্তেজক গ্রহন, ওভারটেকিং, ছোট রাস্তা, শহরের একই রাস্তায় ছোট ও বড় গাড়ি চলাচল ইত্যাদি কারন চিহ্নিত করেন।
সড়কে দূর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফেরানো, ছাত্রছাত্রীদের ও অভিভাবকদের ট্রেনিংএর ব্যবস্থা গ্রহনের জন্য বলেন। এমনকি প্রয়োজনে সার্কুলার রোডের ব্যবস্থা গ্রহনের প্রস্তাব করেন।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি সেলিম রেজা মুকুল, সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি এম ইদুজ্জামান ইদ্রিস, সহ সভাপতি মোঃ আবিদুল হক মুন্না, সহ সভাপতি প্রভাষক মোঃ আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান, সহ সাধারন সম্পাদক মোঃ রাউফুজ্জামান, সহ সাধারন সম্পাদক জি এম সোহরাব হোসেন, সহ সাধারন সম্পাদক আসিফ পারভেজ বিরু, সাংগঠনিক সম্পাদক এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, অর্থ সম্পাদক বোরহান উদ্দীন বুলু, দূর্ঘটনা ও গবেষনা অনুসন্ধান সম্পাদক প্রফেসর রজব আলী, দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, প্রচার সম্পাদক স ম তাজমিনুর রহমান টুটুল, প্রকাশনা সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড সোহরাব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলিম, সমাজ কল্যান ও ক্রীড়া বিষয়ক সম্পাদক  নাজমুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা সুলতানা, যুব বিষয়ক সম্পাদক খন্দকার আনিসুর রহমান, কার্যকরী সদস্য এ্যাড এবিএম সেলিম, এম আর মধু, মোঃ মোশারাফ হোসেন, মোঃ শহিদুল ইসলাম, সাইফুল আজম খান মামুন, হাফিজুর রহমান, জি এম মুজিবুর রহমান, রেজাউল করিম বাপ্পা, এস কে ফিরোজ, মঞ্জুরুল কাদির, স ম মশিউর রহমান ফিরোজ, কামাল হোসেন, গাজী সুলতান আহমেদ, হাফিজুর রহমান শিমুল, অহেদুজ্জামান, হাবিবুর রহমান হবি, ইন্তাজ আলী, প্রভাষক নাজমুল হক সহ খান নাজমুল হুসাইন, সাবিনা ইয়াসমিন পলি, মোঃ শহিদুল ইসলাম শহিদ, আবীর হোসেন লিয়ন, জহুরুল ইসলাম, সাগর আলী, হাবিবুল্লাহ রহমান, সাদিকুল ইসলাম, হাবিবুর রহমান, তানজীম হুসাইন, রবিউল ইসলাম, মোঃ সাইদ হাসান মিলন, মোঃ মুসফিকুর রহমান স্বাধীন, তারিক প্রমুখ। অনুষ্ঠান শেষে চালকদের মধ্যে জনসচেতনতা তৈরিতে শহরের প্রধান প্রধান সড়কে লিফলেট বিতরণ করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন