English

23 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

সড়কে সাবধানে চলার আহবান জানিয়ে মনিরামপুর নিসচার সচেতনতামূলক চা চক্রের আয়োজন

- Advertisements -

“করলে গতি সংযত, জীবন হবে দীর্ঘায়িত” এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই মনিরামপুর উপজেলা শাখার আয়োজনে সড়ক দুর্ঘটনা রোধ কল্পে গণসচেতনতা ভিত্তিক উপজেলার প্রতিটি চায়ের দোকানে আগতদের নিয়ে “চা চক্র কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে, শুক্রবার সান্ধ্যকালীন সময়ে মনিরামপুর উপজেলার ত্রিপুরাপুর জামতলা মোড়ে, লতিফ টি স্টলে এ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়। সচেতনতামূলক কার্যক্রমের সভাপতিত্ব করেন হাকিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই মনিরামপুর উপজেলা শাখার আহবায়ক ও জাতীয় কমিটির সদস্য মোঃ মুনছুর আলী, চা স্টলে আগতদের উদ্দেশ্যে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই মনিরামপুর উপজেলা শাখার সদস্য সচিব নিসচা জাতীয় কমিটির সদস্য এস.এম. হাফিজুর রহমান।

উপস্থিত সকলের মাঝে নিসচা’র পক্ষ থেকে চা দিয়ে আপ্যায়ন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

উল্লেখ্য প্রত্যেকটি সড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে চালক ও পথচারীদের সাবধানে চলাচলে উদ্বুদ্ধ করতে নিসচা মনিরামপুর শাখা বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছে। কার্যক্রমের মধ্যে- প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সমাবেশ, মসজিদ ভিত্তিক কার্যক্রম, চা চক্র কর্মসূচি, উঠান বৈঠক, হাট-বাজারে লিফলেট বিতরণ, কোরবানি ঈদের পূর্বেই মনিরামপুর বাজারে যানজট নিরসনে প্রচারমূলক ক্যাম্পেইন পরিচালনা ইত্যাদি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন