রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই(নিসচা)শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ও শিবগঞ্জ পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় শনিবার(৫ অক্টোবর)উপজেলা পরিষদে যাওয়ার মেইন রাস্তায়, সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পানি নিষ্কাশনের ড্রেনের উপর দীর্ঘদিনের ভেঙ্গে পড়ে থাকা স্লাব অপসারন করে নতুন স্লাব স্থাপন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সেখানে ড্রেনের উপর স্লাব ভেঙ্গে পড়ে থাকায় যানবাহন চালক,যাত্রী, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয় এবং প্রতিনিয়ত ঘটতো ছোটখাট দুর্ঘটনা।এ ভোগান্তির হাত থেকে রক্ষা করতে ও জনগণের সুবিধার্থে নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ভেঙ্গে পড়ে থাকা স্লাব অপসারন করে ড্রেনের উপর নতুন স্লাব স্থাপন করা হয়।সিএনজি ড্রাইভার মিনারুল ইসলাম বলেন, এখনে স্লাব ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছিল,সে জন্য গাড়ি নিয়ে যাওয়ার সময় মাঝেমধ্যে আমাদের সমস্যা হতো।
কুড়াহার মাদ্রাসার সুপার আব্দুস সালাম বলেন,এখানে ভাঙ্গা স্লাব থাকায় আমি একদিন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছিলাম,এখন নতুন স্লাব স্থাপন করায় নিসচা শিবগঞ্জ উপজেলা শাখাকে ধন্যবাদ জানাচ্ছি।শিক্ষার্থী,পথচারী এবং স্থানীয় ব্যবসায়ীরা নতুন স্লাব স্থাপন করায় নিসচা শিবগঞ্জ উপজেলা শাখাকে ধন্যবাদ জানান।স্লাব স্থাপন কালে উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন কমিটির আহবায়ক শফিউল আলম ডিউ, যুগ্ম আহবায়ক কামরুল হাসান,রেশমা খাতুন,সদস্য সচিব আসাদুল্লাহ, সদস্য মশিউর রহমান,আব্দুর রহিম,উপজেলা নিসচার প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান,প্রচার সম্পাদক সোহেল রানা,কার্যনির্বাহী সদস্য আনারুল ইসলাম,আব্দুল গফুর।
এবিষয়ে নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা বলেন,সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রসাশক তাসনিমুজ্জামান এবং নিসচা শিবগঞ্জ শাখার সকল সড়ক যোদ্ধাদের।
উল্লেখ্য,নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সদস্যরা বিভিন্ন সড়ক সংস্কার,ড্রাইভার হেলপারদের নিয়ে সচেতনতামূলক সেমিনার, মহাসড়কের পাশে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং স্থাপন, শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ, সচেতনতামূলক লিফলেট বিতরণ সহ সড়ক নিরাপদ করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।