নিরু হোসেন, কাউনিয়া (মীরবাগ) প্রতিনিধি: আগামী ২২শে সেপ্টেম্বর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারা দেশে মাস ব্যাপী বিভিন্ন কর্মসুচী পালন করছে সংগঠনটি।
এরই ধারাবাহিকতায় নিরাপদ সড়ক চাই রংপুর জেলা শাখা কমিটি বিভিন্ন কর্মসুচী হাতে নিয়েছে। ২১শে
সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কাউনিয়ার মীরবাগ মর্জিনা মেমোরিয়াল বিদ্যালয়ে শিক্ষার্থীদের সড়ক
সম্পর্কে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
ক্লাসের ফাঁকে অনুষ্ঠানে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন রংপুর জেলা নিরাপদ সড়ক চাই কমিটির
সভাপতি হাসান ফেরদৌস রাসেল সহ একই কমিটির উপদেষ্টা এস,এম আব্দুর রহিম। এ সময় স্কুল
শিক্ষার্থীদের পথচারী পারাপার ও ফুটওভার ব্রিজ ব্যবহার এর প্রয়োজনীয়তা সম্পর্কে দিকনির্দেশনা দেয়া
হয়।
আসন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে, মাস ব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে
শিক্ষার্থীদের সড়ক সম্পর্কে সচেতনতামূলক অনুষ্ঠানে মাসব্যাপী কর্মসূচি চলমান থাকবে বলে জানান,
নিরাপদ সড়ক চাই রংপুর জেলা সভাপতি।