নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলা শাখার উদ্যােগে শুক্রবার ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে টংগিবাড়ী উপজেলা শাখা দিবসটি বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়। এবারের প্রতিপাদ্য “গতি সীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি ” এই স্লোগানে র্যালীতে অংশ গ্রহন কারিদের মধ্যে টি সার্ট বিতরণ করা হয়।
র্যালী শেষে টংগিবাড়ী উপজেলাধীন বেত্কা চৌরাস্তা বাস স্টেন সংলগ্ন বেত্কা ক্লাব থেকে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাতা চেয়ারম্যান সমাজ সেবায় একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের ফেজবুক পেজ লাইভে যুক্ত হয়ে। প্রোজেক্টরের মাধ্যমে পথচারী ও পরিবহন চালকদের সচেতনতা দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করবেন।
নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও টংগিবাড়ী উপজেলা শাখার সভাপতি এম জামাল হোসেন মন্ডলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগিবাড়ী থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোল্লা সোহেব আলী, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর ট্রাফিক ইনস্পেক্টর শাহ আলম মৃধা , টংগিবাড়ী উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ রাশেদ নবি খোকন, মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান কামাল, উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ ওয়াহিদ মালসহ একশত সদস্যদের শোভাযাত্রা।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিসচা টংগিবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সেতু দেওয়ান , সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি ওয়াহিদ মাল, সহ-সাধারন সম্পাদক মাসুম হোসেন অপু, প্রচার সম্পাদক নুর মোহাম্মদ বেপারী , দপ্তর সম্পাদক মোঃ আরিফ হোসেন মন্ডল , প্রকাশনা সম্পাদক সামসুদ্দিন তুহিন, কার্যকরী সদস্য মোঃ বাবুল শেখ, আক্কাস বেপারী, মোক্তার হোসেন, নাজমুল হাসান, লিটন শেখ প্রমুখ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন