লোহাগাড়া প্রতিনিধি: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার উদ্যােগে ১৬ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ সময় নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মুজাহিদ হোছাইন সাগর, সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, যুগ্ম সম্পাদক সাত্তার সিকদার, প্রকাশনা সম্পাদক জমির উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক সাইফুন্নেছা ঝুমুর, নির্বাহী সদস্য ফাহাদ ইবনে হাশেম, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক মো: কাউছার, নির্বাহী সদস্য মো: রিয়াদ হোসেন, নবী হোসেন, ডা: সুজন নাথ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।