মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও সরকারি বিভিন্ন দপ্তরের অংশগ্রহণে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব সুবর্ণজয়ন্তী মেলায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্টিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) বিকেলে পি.সি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় সমাপনী কার্যদিবসে নিসচা বড়লেখা উপজেলা শাখার প্রচার সম্পাদক নূরে আলম মোহনের তত্বাবধানে এবং কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুরের পরিচালনায় সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতামূলক লিফলেট, স্টিকার বিলিসহ প্রচারাভিযান অনুষ্টিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও নিসচা উপদেষ্টা মোহাম্মদ তাজ উদ্দিন, পৃষ্টপোষক মাস্টার জাকির হোসেন, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়াসহ প্রমুখ।
এসময় সড়ক দুর্ঘটনারোধে সরকারি বিভিন্ন দপ্তররের কর্মকর্তা, বিশিষ্টজন, দর্শনার্থী ও জনসাধারণের মাঝে জনসচেতনতামূলক লিফলেট, স্টিকার বিলি করা হয়।