English

18 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

বড়লেখায় বিভিন্ন পূজামন্ডপে নিসচার জনসচেতনতা মূলক পথসভা ও প্রচারপত্র বিলি

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে এলাকার বিভিন্ন পূজামন্ডপে জনসচেতনতা মূলক প্রচারপত্র বিলি ও বিশিষ্টজনদের নিয়ে জনস্বার্থে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৮ ঘটিকা থেকে ১২ ঘটিকা পর্যন্ত নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের তত্বাবধানে এবং নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় পূজা মন্ডপে আগত দর্শনার্থীদের মাঝে সড়ক দুর্ঘটনারোধে জনস্বার্থে জনসচেতনতা মূলক প্রচারপত্র বিলি ও বিশিষ্ট জনদের নিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় জনসচেতনতা মূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন মৌলভীবাজার জেলা পরিষদের সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, তালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিদ্যুত কান্তি দাস, ইউপি সদস্য সঞ্জিত দাস, দাসের বাজার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অজয় লাল দাস, বাহারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপক রঞ্জন দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তপন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোঃ শফিউল্লাহ, ট্রাফিক পুলিশ হাদিকুল ইসলাম, হাটবন্দ পূজা উদযাপন কমিটির সদস্য টিটু দেব নাথ।

এছাড়াও নিসচা বড়লেখা উপজেলা শাখার প্রকাশনা সম্পাদক ব্যাংকার মারুফ হোসাইন সুমন, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর, এনাম উদ্দিন, জমির উদ্দিন ও সাধারণ সদস্য পারভেজ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দদের উপস্থিতিতে জনসচেতনতা মূলক কার্যক্রম সম্পন্ন হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন