মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিরাপদ সড়ক নিয়ে একসাথে কাজ করার প্রত্যয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সাথে পরিবহন শ্রমিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ অক্টোবর ) সন্ধ্যা ৭ ঘটিকার সময় আজিমগঞ্জ পরিবহন শ্রমিক অফিস কক্ষে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
নিসচা বড়লেখা উপজেলা সহ সভাপতি মার্জানুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজিমগঞ্জ বণিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, আজিমগঞ্জ পরিবহন শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি মোঃ তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন সহ প্রমুখ।
সভায় পরিবহন শ্রমিকরা বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সড়ক দুর্ঘটনা রোধে যে অগ্রণী ভূমিকা পালন করছে তা প্রশংসার দাবিদার এবং সড়ক দুর্ঘটনা রোধে নিসচার সাথে নিজ নিজ অবস্থান থেকে কাজ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।