সড়ক আন্দোলনের বিশ্বের রোলমডেল জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত গণমানুষের মাহনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৫তম জন্মদিন উপলক্ষে মানবতার ডাকে সাড়া দিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়য়ক সম্পাদক রমা কান্ত দাস স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন করেন।
শনিবার (২৫ ডিসেম্বর ) বেলা ৩ ঘটিকায় বড়লেখা হলি লাইফ (প্রাঃ) হাসপাতালে একজন রক্তশুন্যতা জনিত রোগীকে স্বেচ্ছায় (বি পজিটিভ) রক্তদান সম্পন্ন করেন। এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মরুফ হোসাইন ও কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন, লিমন আহমদ প্রমুখ।
নিসচা বড়লেখা উপজেলা শাখার দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়য়ক সম্পাদক রমা কান্ত দাস স্বতঃস্ফূর্তভাবে তাহার মানবিক কর্মকান্ডে অব্যাহত রয়েছেন সেজন্য তাহার প্রতি রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।
এদিকে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম গণমাধ্যম’কে জানান, ২৪ডিসেম্বর ইলিয়াস কাঞ্চনের শুভ জন্মদিন উপলক্ষে নিসচা প্রধান কার্যালয়ে সকালে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ এবং বিকেলে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও রাতে ইলিয়াস কাঞ্চন নিজে রাজধানীর বিভিন্ন স্থানে সড়কের ওপর শুয়ে থাকা ছিন্নমুল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
তাছাড়াও দেশ/বিদেশের শাখাগুলোও নানা কর্মসূচি গ্রহণ করে-শীত বস্ত্র বিতরণ/খাবার বিতরণ/টিউবওয়েল বিতরণ/লিফলেট বিতরণ/স্বেচ্ছায় রক্তদানসহ সারাদেশে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের দীর্ঘায়ূ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা দোয়া মাহফিল , দুস্থদের মাঝে খাবার বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচিসহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে সড়ক আন্দোলনের বিশ্বের রোলমডেল নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত গণমানুষের মাহনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উদযাপন করে।