তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্র প্রবাসী মানবতাবাদী ভাই-বোনদের অর্থায়নে ও জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বন্যা দুর্গত এলাকায় ভানবাসি এক হাজার মানুষের জন্য রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জুন) বেলা ১২ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের তত্বাবধানে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, অর্থ সম্পাদক মাওলানা মাসুম আহমেদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর এবং এনাম উদ্দিনের অংশগ্রহণে উপজেলার বর্নী ইউনিয়নের আহমদপুর, ছেগা, বারোহালি, ছালিয়া, মুদতপুর ও ফকিরাবাজার উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় ভানবাসি এক হাজার মানুষের জন্য যুক্তরাষ্ট্র বাফেলো থেকে যেসকল প্রবাসী ভাই-বোনরা আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করায় ও নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বর্নী ইউনিয়নের বন্যা দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী নিয়ে আসায় বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইয়নিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, ইউপি সদস্য ছইদ আলী, ছেগা জামে মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক বাবুল আহমদ ও ক্রীড়া সংগঠক রেদোয়ান আহমেদ তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।