টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে স্বরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। পাশাপাশি দেখে দিয়েছে নদীভাঙন। কোথাও কোথাও বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। অসহায় বন্যাদুর্গতদের পাশে যে যার অবস্থান থেকে মানুষ পাশে দাড়াচ্ছে। পরিচালনা করছে উদ্ধার কাজ।
ফেনী, নোয়াখালীসহ বন্যাদুর্গত এলাকায় মানুষকে উদ্ধার করতে নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির কর্মিরাও কাজ করছে। নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পানি বন্দী মানুষদের উদ্ধারে তারা সাম্পান পাঠিয়েছেন। নিসচার এই সাম্পান পাঠানো কার্যক্রম সার্বিক ভাবে সহযোগিতা করেছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড, কবির স্টিল রি-রোলিং মিলস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে প্রায় ৩০০ সাম্পান সড়ক পথে এবং নদী পথে পাঠানো হয়েছে।
সহযোগিতা করার জন্য নিসচার পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে কর্ণফুলী নদী সাম্পান মালিক কল্যাণ সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দকে।