তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন রোগীকে স্বেচ্ছায় রক্তদান করলেন জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল।
মানবতার ডাকে সাড়া দিয়ে আজ পৌর শহরের হলি লাইফ (প্রাঃ) হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন রোগীকে তিনি দূর্লভ বি-নেগেটিভ রক্তদান সম্পন্ন করেন।
এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম ও টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন।
সাংবাদিক সুলতান আহমদ খলিলের স্বেচ্ছায় রক্তদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিসচা বড়লেখা শাখার সভাপতি বলেন, প্রতি বারের নিসচা প্রতিনিয়ত জনহিতকর কর্মসূচির পরিচালনা করেছে। তাছাড়া নিসচা শুধু সড়কে নয়, সামাজিক-মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে অব্যাহত রয়েছে।