তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সিএনজি চালিত অটোরিকশা চালক নিম্ন আয়ের মস্তুই মিয়ার মেয়ের বিয়েতে নগদ আর্থিক অনুদান দিয়ে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় পৌর শহরের স্থানীয় কার্যালয়ে পরিবহন শ্রমিক মস্তুই মিয়ার নিকট নগদ আর্থিক অনুদান প্রদান করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য অসীম কর।
এসময় উপস্থিত ছিলেন শাহবাজপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জিল্লুর রহমান ও মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শুভ।
উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখা সড়ক দুর্ঘটনারোধে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি প্রতিনিয়ত মানবিক কল্যাণে অব্যাহত রয়েছে। এছাড়াও দেশের প্রাকৃতিক দূর্যোগের ক্রান্তিলগ্নে অতন্দ্র প্রহরী হিসেবে দেশ ও সমাজের কল্যাণে কাজ যাচ্ছে। সকলের আন্তরিক সহযোগিতায় নিসচা আজ গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।