তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ও যুক্তরাষ্ট্র প্রবাসী (নাম প্রকাশে অনিচ্ছুক) এর অর্থায়নে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অর্ধশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবারের ন্যায় এবারও পবিত্র রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে ৩য় ধাপে খাদ্য সামগ্রী এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।
এ উপলক্ষে রবিবার (৭ এপ্রিল) বেলা আড়াই টায় ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নারী শিক্ষা একাডেমি অনার্স ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সবুজ।
প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, বিশেষ অতিথি ছিলেন বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ, নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, পুলিশ সদস্য সুমেল আহমদ, রাহুল আহমদ, একতা রক্তদান সংস্থার ভাইস চেয়ারম্যান মারুফ আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, আমান হাসান, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন,
সিনিয়র সদস্য ওলিউর রহমান পারভেজ, জাকারিয়া আহমদ, ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন ও পারভেজ আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, নিসচা বড়লেখা উপজেলা শাখা সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি প্রতিনিয়ত সামাজিক,মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে অব্যাহত রয়েছে। নিসচা প্রতিনিয়ত স্বেচ্ছাসেবী মানবিক ব্যতিক্রমী কার্যক্রম দিয়ে গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। যে সকল দেশী-বিদেশী মানবিক ব্যক্তিবর্গ বিভিন্নভাবে সহযোগিতা করছেন আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।