তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’কে ঘিরে প্রতিবছর অক্টোবর মাসব্যাপি বিভিন্ন কর্মকান্ড পালন করে থাকে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। এরই ধারাবাহিকতায় আজ ১১’তম দিনে সচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩ টায় সচেতনতামূলক পথসভায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি ও মাসব্যাপী কর্মসূচীর উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, মধ্যেবাজার সিএনজি ষ্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, সদস্য সচিব মো. জমির উদ্দিন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাহেদ আহমদ পাবেল।
পথসভায় নিসচা নেতৃবৃন্দরা বলেন, এক সময় দেশের মানুষ উপলদ্ধি করেন যে, সড়ক দুর্ঘটনা মনুষ্য সৃষ্ট। তারা মনে করতো ভাগ্যের লিখন। সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহানায়ক ইলিয়াস কাঞ্চনের অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। বিগত ৩১ বছর একমাত্র রাজনৈতিক সদিচ্ছার অভাবে সড়কের মরক থেকে কাঙ্খিত উত্তরণ সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তারা।
তারা আরও বলেন, নিরাপদ সড়ক চাই এখন আর সামাজিক আন্দোলনে থেমে নেই এটি এখন প্রতিটি মানুষের মৌলিক অধিকারে পরিনত হয়েছে। নিরাপদ সড়ক বাস্তবায়নে আমরা সকল সড়ক যোদ্ধা সর্বদা সোচ্চার অবস্থানে আছি এবং সর্বতা কাজ করে চলেছি।