তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আবেদনকে আমলে নিয়ে সড়ক ও জনপদ বিভাগ এবং পৌর মেয়র কর্তৃক বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থান সংস্কার করা হয়েছে। এতে নিসচা’র পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
উল্লেখ্য, সপ্তাহখানেক পুর্বে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের পৌরসভার অন্তর্গত দারুল কুরআন মডেল মাদ্রাসার সম্মূখে সড়কের একাংশ তলিয়ে যাওয়ার কারণে দুর্ঘটনার আশংকা দেখা দেয়। বিষয়টি নিসচা নেতৃবৃন্দদের দৃষ্টিগোছর হলে সেখানে তারা সতর্কতা অভিযান চালায় ও ঝুকিপূর্ণ স্থানে তাৎক্ষণিক সংস্কার করে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য স্থানটি দ্রুত সংস্কার করতে নিসচা’র অফিসিয়াল ফেসবুক আইডি থেকে লাইভের মাধ্যমে আবেদন জানানো হয়। নিসচা’র আবেদন আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ ঝুকিপূর্ণ সড়কের স্থান সংস্কার করেন এবং জনস্বার্থে নিসচা’র কার্যক্রমের প্রতি স্থানীয় জনসাধারণ ও পরিবহন শ্রমিকরা সাধুবাদ জানান।
এদিকে বড়লেখা-শাহবাজপুর আঞ্চলিক মহাসড়কের সরকারি কলেজ সংলগ্ন সড়কেও সংস্কার করা হয়।