তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখায়-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের পৌরসভার অন্তর্গত উত্তর চৌমুহনী হতে ৫’শ গজ দূরে দারুল কুরআন মডেল মাদ্রাসার সম্মূখে তলিয়ে যাওয়া সড়কের ঝুকিপূর্ণ স্থানে ইট-বালু দিয়ে সংস্কার কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে ঝুঁকিপূর্ণ স্থানটি পরিদর্শনে গিয়ে দেখা যায় তলিয়ে যাওয়া স্থানটি আরও গভীর হয়েছে এবং আজও একটি দুর্ঘটনা ঘটে। এমতাবস্থায় জনস্বার্থে দুর্ঘটনারোধে তাৎক্ষণিক নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, কার্যকরী কমিটির সদস্য আব্দুল হামিদ, শাহাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ তলিয়ে যাওয়া ঝুকিপূর্ণ সড়কে ইট-বালু দিয়ে সংস্কার করেন। এসময় নিসচা’র সহ-সভাপতি আব্দুল আজিজ বলেন, গত মঙ্গলবার এই ঝুকিপূর্ণ স্থানটি আমরা পরিদর্শন করে সতর্কতামূলক অভিযান পরিচালনা করি এবং যানবাহন চালকদের দৃষ্টি আকর্ষণ করতে সতর্কতা সংকেত লাল কাপড় টাঙানো হয়। পরে আমাদের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে ঝুঁকিপূর্ণ স্থানটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করি। বিষয়টি সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের নজরে আসে হয়তো চার-পাঁচ দিনের মধ্যে সড়ক সংস্কার হবে তবে আজও আমরা বিষয়টি নিয়ে আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করি।