English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

বড়লেখায় এইচএসসি পরীক্ষার্থীদের যাত্রা নির্বিঘ্নে নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এইচএসসি সমমানের পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য যানজট নিরসনে জন-সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় পৌর শহরের উত্তর চৌমুহনী হতে বড়লেখা সরকারি কলেজ পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য যানজট নিরসনে সচেতনতামূলক প্রচারাভিযান করেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সার্বিক তত্বাবধানে জনস্বার্থে সচেতনতামূলক ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, শাহাব উদ্দিন। এছাড়া নিসচার জনসচেতনতামূলক কার্যক্রমে সহযোগিতা করেন গ্রামতলা নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবের সাবেক সভাপতি দুলাল আহমদ, সমাজকর্মী জুমন আহমদ ও রাসেল আহমদ প্রমুখ।

এসময় এইচএসসি পরীক্ষা শেষে ছাত্র-ছাত্রীবৃন্দ অন্যান্য দিনের তুলনায় আজ যানজট মুক্ত পরিবেশে নির্বিঘ্নে তাদের গন্তব্যে রওয়ানা হন। এছাড়াও শিক্ষক, ছাত্র-ছাত্রী, অবিভাবক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দরা জনস্বার্থে নিসচার এই সচেতনতামূলক কার্যক্রমের প্রতি আন্তরিক ধন্যবাদসহ সাধুবাদ জানান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন