২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা), বগুড়া জেলা শাখা মাসব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে। উক্ত কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে আজ সকাল ১০টায় কর্মিদের সাথে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি রোটা: মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহ-সাধারণ সম্পাদক সম্পা চৌধুরী, সাংবাদিক গোলাম রব্বানী শিপন, সাংগঠনিক সম্পাদক আল অমিন মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ জাইদুল ইসলাম, প্রচার সম্পাদক ইমরান তালুকদার, অর্থ সম্পাদক সেলিম রেজা, ক্রিয়া সম্পাদক সেলিম, সাধারন সদস্য মো: জাকির প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয় নিরাপদ সড়ক বাস্তবায়নে অক্টোবর মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে, এরমধ্যে আগামী ৮অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় সাংবাদিক, পরিবহন শ্রমিক/মালিক, প্রশাসনিক কর্মকর্তা সকলকে নিয়ে গোলটেবিল বৈঠক। এরপর ধারাবাহিভাবে র্যালী, সমাবেশ, স্কুল শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পেইন, লিফলেট, মাস্ক বিতরণ, সচেতনমুলক চলচ্চিত্র প্রদর্শনী, চালকদের সাথে বৈঠক, সড়ক দুর্ঘটনায় জাহানারা কাঞ্চনসহ নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ইত্যাদি।