জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী কর্মসূচীর আলোকে সড়ক দুর্ঘটনারোধে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। ।
বগুড়া শহরের বনানী গুঞ্জন এতিম খানা মাদ্রাসায় নিসচার সভাপতি রোটা: মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সচেতনতামূলক আলোচনায় সড়ক দুর্ঘটনারোধে নানা বিষয়াদি তুলে ধরেন নিসচার সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, ইমরান তালুকদার (নিপু), গোলাম রব্বানী শিপন, জাহিদুল ইসলাম, আলামিন।
এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বগুড়া জেলা শাখার কার্যনির্বাহী সদস্য রবিউল, শহিদুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় শিক্ষার্থীদের ট্রাফিক আইন ‘শিখি, সড়কে নিরাপদ থাকি’ এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে সচেতনতামূলক বিশেষ কার্যক্রম পরিচালিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।