ফেনীর মহিপাল ও শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে পরিবহন চলাচলে শৃঙ্খলা ধরে রাখতে কাজ করছে ‘নিরাপদ সড়ক চাই-নিসচা’র সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকে তারা দিনভর মহিপালের ট্র্যাফিক পুলিশ বক্স এলাকা, নোয়াখালী বাস স্ট্যন্ড, হাজী মিষ্টির সামনের এলাকা, সার্কিট হাউজ রোডের মাথা, চট্টগ্রামমুখি বাস স্ট্যন্ড, মহিপাল কাঁচা বাজার এলাকাসহ আশপাশের এলাকায় দায়িত্ব পালন করেন।
এসময় ছোট ছোট দল গঠন করে সদস্যরা লিফলেট বিলি করেন এবং চালকদের শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান। ‘নিসচা’ ফেনী শাখার সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দারার সমন্বয়ে এসময় সড়কে দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক আবদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শুভ চৌধুরি, সদস্য মো. মুসা আলম, শেখ আহমেদ বাহাদুর, মো. ইয়াসিন, আবদুল্লাহ আল নোমান, জয়নাল আবেদীন, মোটর প্রশিক্ষক শওকত হোসেন ও প্রবাসী আরিফুল ইসলাম। শুক্রবারও একইভাবে মহিপালে দায়িত্ব পালন করবে নিসচা সদস্যরা।