আজ শনিবার বিকাল ৪.৩০ মিনিটে প্রত্যাশা ২০২১ ফোরাম এর ১৭৮তম মাসিক সভা অনুষ্ঠিত হয়। ফোরাম এর সভাপতি এস এম আজাদ হোসেন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তুরস্কের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান। সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব রুহি দাস। আলোচনা সভায় মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর উদযাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়।
সুবর্ণজয়ন্তীর উদযাপনের জন্য তুরস্কের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নানকে উদযাপন কমিটির চেয়ারম্যান ও এস এম আজাদ হোসেনকে সদস্য সচিব করে ১২১ সদস্য বিশিষ্টি প্রস্তুতি কমিটি ও ৩১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আতাউর রহমান মিটন,মহিদুল ইসলাম খান এবং সামসুন নাহার আজীজ লীনাকে কো-চেয়ারম্যান এবং শামসুন্নাহার কোহিনুর,রুহী দাস ও আঞ্জুমান আরাকে যুগ্ম সচিব হিসেবে ঘোষণা করা হয়।
আগামী ২৫ মার্চ সকাল ১১ টায় মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপনের শুভ সূচনা হিসেবে ইয়ূথদেরকে যুক্ত করার লক্ষ্য নিয়ে একটি র্যালি বের করার সিদ্ধান্ত নেয়া হয়।পরর্তীতে প্রতি মাসে একেকটি বিভাগীয় শহরে সমাবেশ শেষে ১৬ ডিসেম্বর ২০২১ রাজধানীতে সুবর্ণজয়ন্তীর মূল উৎসব অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।