পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় সাধারণ সদস্য বিকাশ দাস গুপ্ত খাদ্যসামগ্রী বিতরণ করেন।
বেতবুনিয়া রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মাঝে রমজান উপলক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে নিসচা নেতৃবৃন্দরা বলেন, পবিত্র রমজান মাসে কর্মহীন গরিব অসহায় মানুষ পরিবার পরিজন নিয়ে চরম সংকটে দিন পার করে। তাদের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব। তা না হলে এ মানুষগুলো আরো বেশি অসহায় হয়ে পড়বে। মানুষের দু:সময়ে মানুষকেই পাশে দাঁড়াতে হবে। সামর্থ্যবানরা সহযোগিতার হাত বাড়িয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে হবে। পবিত্র রমজান আমাদের সেই শিক্ষাই দেয়।