হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী যার জন্ম না হলে আজকের এই স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না, তিনি বাঙ্গালী জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান । আজ ১৭ই মার্চ’২০২২ইং তাঁর ১০২ তম জন্মদিন। এই দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও পালন করা হয়।
তারই ধারাবাহিকতায় নিরাপদ সড়ক চাই (নিসচা), সাভার থানা শাখাও দিবসটি নানা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালন করেছে। তারা সাভার থানার বনগ্রাম ইউনিয়নের ৯৩নং গান্ধারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রচার,প্রসার ও উৎসাহ দানে উপহার স্বরূপ শিক্ষা উপকরণ বিতরন করেন এবং কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন। এছাড়াও শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগ্রাম ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি এবং অত্র স্কুলের গভর্নিং বডির সভাপতি জনাব সায়েম আহমেদ, অত্র স্কুুলের প্রধান শিক্ষক জনাব,রুহুল আমিন, ৪নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার জনাব, নিজাম উদ্দিন আহমেদ সহ আরো অনেকে।
এসময় নিরাপদ সড়ক চাই (নিসচা), সাভার থানা শাখার আহ্বায়ক শিশুদের মাঝে নিরাপদ সড়কের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং গভর্নিং বডির সভাপতি জনাব সায়েম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠান সমাপ্ত হয়।