English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

- Advertisements -

উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নিরাপদ সড়ক চাই(নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিউটি পার্ক এন্ড রিসোর্টে শুক্রবার (২৮ জুন) দিনব্যাপী পবিত্র ঈদ-উল আযহা পরবর্তী ঈদ পূর্ণমিলনী ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিসচা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঈদ পুনর্মিলনী প্রত্যেক সংগঠনের হওয়া উচিত। এটার মাঝে সবার আন্তরিকতা বাড়ে। বিশেষ করে নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখা অবিরাম সড়ক নিরাপত্তা বিষয়ক কার্যক্রম গতিশীল ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি প্রশংসার দাবি রাখে। তিনি আরও বলেন, নানা কারণে দেশে সড়ক দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে গাড়ি চালানো। এসব কাজ আইনের দৃষ্টিতে অপরাধ। সড়ক দুর্ঘটনা বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। এজন্য নিরাপদ সড়ক চাই সংগঠন সারাদেশেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিরাপদ সড়ক চাই এর পাশাপাশি তিনি সবাইকে সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলার কর্মকাণ্ড আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংগঠনের সকলের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিসচা বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন,সাংগঠনিক সম্পাদক আল আমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নিসচা বগুড়া জেলা শাখার কোষাধ্যক্ষ জাহিদুর রহমান,দপ্তর সম্পাদক ইমরান তালুকদার লিপু,সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম সোহাগ,কার্যনির্বাহী সদস্য আমিন ইসলাম,নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী,সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ,আইন বিষয়ক সম্পাদক শফিউল আলম ডিউ, কোষাধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রভাষক মাহফুজুর রহমান,যুব বিষয়ক সম্পাদক সামসুর রহমান,সাংস্কৃতিক সম্পাদক হেলাল উদ্দিন, প্রকাশনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান,প্রচার সম্পাদক সোহেল রানা,কার্যনির্বাহী সদস্য জিন্নাহ্ মোল্লা, সাংবাদিক আব্দুর রহিম,মোহাম্মাদ আলী,কামরুল হাসান,আব্দুল হান্নান,রেশমা খাতুন,মঞ্জুর রহমান,শহিদুল ইসলাম,রাব্বি হাসান সুমন প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পর্বে শুভেচ্ছা বিনিময়, আলোচনা, আড্ডা,মধ্যাহ্ন ভোজ সম্পন্ন হয়। ২য় পর্বে নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন