আজ ১০ আগষ্ট ২০২৪ শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কের শৃংখলা বজায় রাখতে দিনব্যাপী ট্রাফিক ম্যানেজমেন্ট কর্মসূচী পালন করা হয়।
রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ন ১৩ টি পয়েন্টে সড়ক যোদ্ধারা কর্মসূচী পালন করে। তাছাড়াও নিসচা রাজশাহীর সহযোদ্ধারা রাষ্ট্রীয় সম্পদসহ অন্যান্য লুন্ঠিত মালামাল উদ্ধারের কাজে ও শান্তি শৃংখলা বজায় রাখার কর্মসূচীতেও অংশগ্রহন করে এবং জনগনের মাঝে এ ব্যাপারে সচেতন ও সহযোগিতার জন্য আহবান করা হয়।
নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ওয়ালিউর রহমান বাবু, সহ-সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ,সহ-সাধারণ সম্পাদক প্রকৌ. আরিফুল ইসলাম, কার্যকরী সদস্য- আবরার হোসেন (তুহিন), ডাঃ আরিফ, সবুজ আলী, সদস্য- তৌহিদ, বশির, আফ্রিদি প্রমুখ।