English

15 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

নিসচা ভৈরব শাখার আয়োজনে, স্কুল ও কলেজ পর্যায়ে ১ম রাউন্ডের বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন: অত্যন্ত আনন্দঘন পরিবেশে নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ভৈরব শাখার আয়োজনে ১২ অক্টোবর শনিবার ভৈরব উপজেলা মিলনায়তনে স্কুল ও কলেজ পর্যায়ে ১ম রাউন্ডের বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই,(নিসচা) ভৈরব শাখার আয়োজনে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এই বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়, বির্তক প্রতিযোগিতার ১ম রাউন্ডে ০৮ টি হাই স্কুল ও ০৪ টি কলেজের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“একমাত্র জনসচেতনতাই পারে সড়কে শৃঙ্খলা ফেরাতে’ এই বিষয়ের উপর পক্ষে এমবিশন পাবলিক স্কুল এবং বিপক্ষে গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমী অংশগ্রহন করে এমবিশন পাবলিক স্কুল বিজয় লাভ করেন, এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন’ জান্নাতুল ফেরদৌস কাসমী, ২য়পর্বে একই বিষয়ের উপর পক্ষে’ বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে ভৈবর আইডিয়াল স্কুল অংশগ্রহন করে ভৈরব আইডিয়াল স্কুল দল’ বিজয় লাভ করেন। শ্রেষ্ঠ বক্তা নিবার্চিত হন সুজন আনিকা। ৩য় পর্বে পক্ষে ভৈরব উদয়ন স্কুল ও বিপক্ষে আফছর উদ্দিন উচ্চ বিদ্যালয় অংশগ্রহন করে ভৈরব উদয়ন স্কুল বিজয় লাভ করেন, শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন, সামান্তা আহমেদ রামিশা, ৪র্থপর্বে জহির উদ্দিন হাই স্কুলের সাথে মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহন করার কথা থাকলেও মুর্শিদ মুজিব হাই স্কুল অনুপস্থিত থাকায় জহির উদ্দিন স্কুলকে বিজয়ী ঘোষণা করা হয়।

ছাত্র-জনতাই নিরাপদ সড়ক নিশ্চিতকরণে পুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে” এ বিষয়ের উপর কলেজ পর্যায়ে বির্তক প্রতিযোগিতায় ১ম পর্বে পক্ষে ‘কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজ ও বিপক্ষে রফিকুল ইসলাম মহিলা কলেজ, অংশগ্রহন করেন রফিকুল ইসলাম মহিলা কলেজ দল বিজয়ী হন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন, মারশিহা রহমান।কলেজ পর্যায়ে ২য় পর্বে পক্ষে সরকারি হাজী আসমত কলেজ ও বিপক্ষে জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ অংশগ্রহন করে, জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ দল বিজয়ী হন, শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন আব্দুর রাহিম।

নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন এর সভাপতিত্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মতিউর রহমান সাগর, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা, সরকারি হাজী আসমত কলেজের বাংলা বিষয়ের প্রভাষক, লুবনা হক, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪- উদযাপন কমিটির আহবায়ক, ও নিসচার সহ-সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ জাহিদুল হক জাবেদ, রফিকুল ইসলাম মহিলা কলেজের সাবেক বাংলা বিষয়ের প্রভাষক, ও নিসচা কাঠকরী পরিষদের অন্যতম সদস্য লতিফা ছেলেন মুক্তা, মেধাবী শিক্ষক, আবৃত্তি শিল্পী ও বিতার্কিক ফারহানা বেগম.লিপি। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন, নিসচার-সহ-সাধারন সম্পাদক, রায়পুরা সরকারি আদিয়াবাদ স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ ইমরান হোসাইন।”ট্রাফিক আইনের যথাযথ ব্যবহারই পারে সড়ক দুর্ঘটনা কমাতে “এ বিষয়ের উপর হাইস্কুল পর্যায়ে আগামী ১৬ অক্টোবর বুধবার ২য় রাউন্ডে সেমি ফাইনালে পক্ষে ভৈরব আইডিয়াল স্কুল বনাম বিপক্ষে ভৈরব উদয়ন স্কুল’ এবং পক্ষে কমলপুর হাজী জহিরউদ্দিন স্কুল এন্ড কলেজ বনাম বিপক্ষে- এমবিশন পাবলিক স্কুলের সাথে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, ফাইনাল রাউন্ডে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস’ অনুষ্ঠানে, “যাত্রী ও চালকদের অসচেতনা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ” এ বিষয়ের উপর কলেজ পর্যায়ে ফাইনাল রাউন্ডে পক্ষে জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষে রফিকুল ইসলাম মহিলা কলেজের মাঝে এ বিতর্ক অনুষ্ঠিত হবে। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও নিসচার সহযোদ্ধারা উপস্থিত থেকে এই জমজমাট বিতর্ক প্রতিযোগিতাটি উপভোগ করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন