খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া: মানবতার ডাকে সাড়া দিয়ে ১২তম স্বেচ্ছায় রক্তদান করলেন জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম সোহাগ খান,
১১-৫-২২ ইং তারিখ বুধবার বিকাল ৫টায় ডুমুরিয়া হাসপাতাল মোড় নার্গিস ডায়াগনস্টিক সেন্টারে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা যুগ্মসাধারণ সম্পাদক সাবেক মেম্বার এইচ এম সোহাগ খান স্বেচ্ছায় গুরুতর অসুস্থ শিশু ফারান শেখ (১২) পিতা মোজাফফর সেখ, সং শোভনা ডুমুরিয়া’কে ১২তম বারের মতো (o+) রক্তদান সম্পন্ন করেন।
স্বেচ্ছায় রক্তদান প্রসঙ্গে এম সোহাগ খান বলেন নিরাপদ সড়ক চাই ,একটি জনপ্রিয় জাতীয় সমজিক সঙ্গঠন, নিরাপদ সড়কের পাশাপাশি সামাজিক ,মানবিক এবং সরকারের সহযোগিতায় সবসময় কাজ করে চলেছেন, রক্তদান একটি মহৎ কাজ আমরা(নিসচা) সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই, নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা’র সড়ক যোদ্ধা এইচ এম সোহাগ খানের স্বতঃস্ফূর্তভাবে রক্ত দানের মতো মহৎ, মানবিক কর্মকান্ডে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল বলেন ডুমুরিয়া উপজেলাকে নিরাপদ সড়ক মুক্ত করার পাশাপাশি আমরা ডুমুরিয়া উপজেলা শাখা সকল মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে থেকে কাজ করি।
নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ২৮ বছর অক্লান্ত পরিশ্রম করে নিরাপদ সড়কের লক্ষ্যে কাজ করে চলেছেন, বাংলাদেশের মানুষ নিরাপদ সড়কের দাবিতে আজ সোচ্চার ।আমরা সকলে সড়ক আইন মেনে পথ চলব। সড়কে মৃত্যু চাই না ,শান্তি চাই।