পথ যেন হয় শান্তির” মৃত্যুর নয়, ২২শে অক্টোবর ২০২৪ইং জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া উপজেলা শাখার কর্মসূচি পালন করে।
চট্টগ্রাম -কক্সবাজার আরকান সড়ক ও চকরিয়া পৌর শহরের প্রাণকেন্দ্র চিরিংগা সড়কে অবৈধভাবে ফুটপাত দখল করে এবং রাস্তার পাশে যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি হয়। তারই আলোকে নিসচা চকরিয়া শাখার উপদেষ্টা, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক জনাব ফখরুল ইসলামের নেতৃত্বে চকরিয়া সহকারী কমিশনার (ভূমি), বাংলাদেশ সেনাবাহিনী, নিসচা চকরিয়া শাখার উপদেষ্টা, অফিসার ইনচার্জ চকরিয়া থানা, নিসচা চকরিয়া শাখার সন্মানিত উপদেষ্টা চকরিয়া পৌরসভার নির্বাহী অফিসার মাসুদ মোর্শেদ, নিসচা চকরিয়া শাখার সভাপতি সোহেল মাহমুদ সহ সাংবাদিক ছাত্র জনতা এবং সচেতন নাগরিক গন উপস্থিত ছিলেন।