নিরাপদ সড়ক চাই(নিসচা) খানজাহান আলী থানার উদ্যোগে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
৮ জানুয়ারি শনিবার বেলা ১১ টায় নিসচা’র শিরোমনিস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে নিসচা’র সভাপতি ও সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান এস এ রহমান বাবুল, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন ও খানজাহান আলী থানা সেকেন্ড অফিসার এস আই শতদল মজুমদার।
বক্তৃতা করেন লিমন মোল্যা, আঃ সামাদ, শেখ ইমদাদুল হোসেন, মিয়া খালিদ হোসেন, সরদার বিল্লাল হোসেন, এনামুল হোসেন লিটন,শেখ নাজমুল হক অয়ন, আলমগীর হোসেন, মামুন শেখ, নয়ন শেখ, রনি মিয়া, সরদার হাফিজুর রহমান, মোঃ মহসিন, আলমগীর শেখ, শেখ কওসার আলী, বাচ্চু, আতিক, খোকন প্রমুখ।
অনুষ্ঠান শেষে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার শেখ শাহজাহান এর স্ত্রী মনিরা বেগম ও আব্দুল গফুর শেখের স্ত্রী পারুল বেগমকে সেলাই মেশিন প্রদান করা হয়।