‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্য সামনে রেখে নিরাপদ সড়ক চাই নিসচার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০১ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট ক্রিনব্রিজ থেকে র্যালীটি শুরু করে সিলেট কোট পয়েন্টে গিয়ে শেষ হয়।পরে বক্তব্য রাখেন নিসচার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটা : এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সহসভাপতি কামরুল ইসলাম, ডাঃ মনির চৌধুরী, প্রচার সম্পাদক আহসান হাবীব, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, প্রকাশনা সম্পাদক লায়েক মিয়া, মহিলা সম্পাদকা রুনা সুলতানা, কার্যকরি সদস্য নাজিম উদ্দিন, আকবর মিয়া, ডালিম আহমদ, জামিল আহমদ, মানিক মিয়া প্রমুখ।