English

21 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

নিসচার নবগঠিত নোয়াখালী জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

- Advertisements -

‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’- এ স্লোগানকে ধারণ করে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর নবগঠিত নোয়াখালী জেলা কমিটির পরিচিতি সভা আজ ১৩ মার্চ রবিবার অনুষ্ঠিত হয়। রেনেটা লিমিটেডের সৌজন্যে নোয়াখালী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মো. নিজাম উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী বিআরটিএ’র সহকারী পরিচালক (ইডি) মো. নাজমুল হাসান, এফপিএবির নোয়াখালী জেলা কর্মকর্তা ডা. মো. নুরুল আলম লিটন, জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. বখতিয়ার উদ্দিন ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশনের নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক গৌতম ভট্ট। এ সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়।

পরিচয় পর্বে অনুষ্ঠানে আগত অতিথিরা নিসচার নবনির্বাচিত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে আইডি কার্ড পরিয়ে দেন এবং ক্রেস্ট প্রদান করেন।

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৪০ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি অধ্যাপক মো. নিজাম উদ্দীন, সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ হানিফ, সাংবাদিক মো. আসাদুল্যাহ মিলটন, কাজী শিব্বির আহাম্মদ, সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক জাহিদুর রহমান শামীম, সহ-সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, সাংবাদিক এমরান উদ্দীন আহমেদ শাকিল, গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহিম, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণাবিষয়ক সম্পাদক সাংবাদিক জুয়েল রানা লিটন, দপ্তর সম্পাদক সাংবাদিক খায়রুল আনাম রিফাত, প্রচার সম্পাদক ব্যবসায়ী মো. শহিদ উল্যা শামীম, প্রকাশনা সম্পাদক মামুন হোসেন, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট মো. মঞ্জুরুল আকবর, সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক রুমানা ইসলাম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম ইকবাল, মহিলা সম্পাদিকা নাজমা বেগম, যুববিষয়ক সম্পাদক চন্দন কুমার দে।

কার্যকরী সদস্যরা হলেন- আসমা আলী, মো. ইয়াছিন উদ্দিন ভূঁঞা সুমন, সাজেদা আক্তার লাভলী, মো. ফয়সাল, এডভোকেট নিজাম উদ্দিন হক, মো. আতাউর রহমান আতিক, মো. নুরুর রহমান, মো. আবু নাসের, মাস্টার মো. আব্দুল কাইয়ুম, মুহাম্মদ শামছুল আলম, মো. নুর আলম, ইব্রাহিম খলিল, মো. রুহুল আমিন, মো. মাহফুজুর রহমান, মো. ওবায়দুল হক, ইকবাল হোসেন সুজন, মো. হাবিবুর রহমান, মো. আবদুল মালেক, মো. আবদুল আজিজ ও মো. ফরহাদ উদ্দিন (ফরহাদ কিসলু)।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি নোয়াখালী পৌরসভার ৪০ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠিত হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন