English

20 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

নিসচার ইতিহাস বদলে ফেলার প্রতিবাদে কক্সবাজারে স্মারকলিপি প্রদান

- Advertisements -

নিরাপদ সড়ক চাই (নিসচা) ইতিহাস বদলে ফেলার অপচেষ্টার প্রতিবাদে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর কক্সবাজারে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার (৬ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসক  মোহাম্মদ সালাহ্উদ্দিনের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন নিসচার কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন- নিরাপদ সড়ক চাই কক্সবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক মেহেদী সম্পাদক জসিম উদ্দিন কিশোর, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসাইন সাকিল, সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আবু নোমান, সমাজ কল্যান সম্পাদক শহিদুল আলম বুলবুল, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাশেম, সদস্য বিপ্লব চক্রবর্তী ও রাজিব বড়ুয়া প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৯৩ সালের ২২ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন জাহানারা কাঞ্চন। স্ত্রীর মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে স্বামী চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দেশবাসীকে সড়কে মৃত্যুর হাত থেকে রক্ষা করার ব্রত নিয়ে শুরু করেন ‘নিরাপদ সড়ক চাই’ নামে একটি সামাজিক আন্দোলন। ‘সড়ক দুর্ঘটনা’ নিছক নিয়তি নয়। এটা মানবসৃষ্ট একটি ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণ পাবার জন্যই ‘নিরাপদ সড়ক চাই’ নামে এই সামাজিক আন্দোলনের জন্ম হয়েছে ১৯৯৩ সালের ১ ডিসেম্বর। পরবর্তীতে সারাদেশের মানুষের প্রাণের দাবীতে পরিণত হয় ‘নিরাপদ সড়ক চাই’।

কিন্তু গত ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ এর সরকারি অনুষ্ঠানে দিবসটি উদযাপনকালে আন্দোলনের রূপকার ইলিয়াস কাঞ্চনকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। এতে সারাদেশের নিসচা নেতা-কর্মীদের সাথে কক্সবাজার জেলা শাখার নেতাকর্মীরাও মর্মাহত।

নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপিতে উল্লেখ করেন, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনটি ইলিয়াস কাঞ্চন-এর একার হলেও এটা এখন ১৮ কোটি মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এখন এটা সর্বজনবিদিত। কোনো অবস্থাতেই আন্দোলনটিকে নিয়ে  ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না সড়ক যোদ্ধারা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন