আজ ১০ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সমাবেশ সেমিনারের আয়োজন করা হয়।
নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি এর পরিচালনায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জহির আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক, নিসচা কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ডা: হরিপদ রায়,বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক ট্রাফিক এডমিন মৌলভীবাজার জেলা, মো: মাহফুজুর রহমান, বিশেষ অতিথি পুলিশ পরিদর্শক ট্রাফিক টি আই তপন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: গোলাম রহমান মামুন, সহ সাধারণ সম্পাদক অর্জুন ঘোষ, সাংগঠনিক সম্পাদক মো: আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মো: দুলা মিয়া, সদস্য সাগর দেবনাথ, এসময় বিদ্যালয়ের দুই শতাদিক শিক্ষার্থীর মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়।