English

16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
- Advertisement -

নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

- Advertisements -

রশিদুর রহমান রানা শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে দুই মাসব্যাপী পালিত বিভিন্ন কর্মসূচি সফলভাবে সমাপ্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩১ অক্টোবর) বিকাল ৪ টায় নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে নিসচা শিবগঞ্জ উপজেলা শাখা সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ নিসচা শিবগঞ্জ উপজেলা শাখা দুই মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপন করে। এসব কর্মসূচীর মধ্যে লিফলেট বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পেইন, পোস্টার লাগানো,শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ, চালকদের প্রশিক্ষণ, বৃক্ষরোপণ, ইউএনও বরাবর ১১ টি দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় উল্লেখযোগ্য।তিনি আরও বলেন নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ৩০ বছর নিরাপদ সড়কের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, নিরাপদ সড়কের দাবি এখন আপনার আমার সকলের। সাংবাদিক ভাইয়েরা সমাজের দর্পণ, সড়ক মহাসড়কে সকল অনিয়মের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাই এবং নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে সকল সাংবাদিক ভাইদের প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই।

এসময় বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান,জাতীয় অনলাইন প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল আলম ডিউ,বুড়িগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি ইমরানুল হক,কিচক প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী,জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম বগুড়া জেলা শাখার সিঃসহ সভাপতি শাহজাহান আলী,সাইফুল ইসলাম,আব্দুর রহমান,আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

নিসচা নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির আহবায়ক রবিউল ইসলাম রবি, যুগ্ন আহবায়ক প্রভাষক রাজিকুল ইসলাম রনি, সোহাগ আহমেদ, সামসুর রহমান, সদস্য সচিব আসাদুল্লাহ,কার্যকরী সদস্য আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, রেশম খাতুন, মজনু মিয়া, মিজানুর রহমান, হেলাল উদ্দিন, মোহসীন আলী, মশিউর রহমান প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

কলকাতা চলে গেলেন আরিফিন শুভ!

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন