খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে নিরাপদ সড়কের দাবী জানিয়ে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
৩০-৫-২৩ সোমবার সকাল ১১ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে এই মানব বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সুদীর্ঘ ২৮ বছরের বেশি সময় ধরে বাংলার মানুষকে সড়ক দুর্ঘটনার হাত থেকে মুক্ত করার লক্ষ্যে কাজ করে চলেছেন, আমরা সকলে এখন ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই আমরা নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক এখন সময়ের দাবি, বাংলার ১৮ কোটি মানুষের দাবি।কৈয়া–চুকনগর মহাসড়কে দূর্ঘটনা নিত্য ব্যাপার হয়ে দাড়িয়েছে। আর দূর্ঘটনায় মূল্যবান প্রাণহানী ও পঙ্গুত্বের হার বৃদ্ধি পাচ্ছে। এই বিষয় বিবেচনা করে অবিলম্বে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহনের উপর গুরুত্ব আরোপ করা হয়।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আয়োজিত মানব বন্ধন থেকে দূর্ঘটনা প্রতিরোধে এই মহাসড়কটি চার লেইনে উন্নিত করন, মহাসড়কে অবিলম্বে ডিভাইডার স্হাপন, বেপরোয়াভাবে গাড়ি পরিচালনাকারী চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য সচেতনামুলক সভা, বৈধ কাগজপত্র বিহীন গাড়ি চালকদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্হা করা, বিআরটিএর টাকার বিনিময় অবৈধ ভাবে লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে, মহাসড়কের ফুটপাত দখলকারীদের উচ্ছেদ সহ নানা প্রস্তাবনা উল্লেখ করে মানববন্ধনে উপস্থিত বক্তারা বক্তব্য প্রদান করেন।
নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল এর তত্ত্বাবধানে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন ইউপি সদস্য ইজ্জত আলী মোড়ল, শফিকুল ইসলাম, আরজিনা বেগম, আসমা বেগম, পারুল বেগম, হাবিবুর রহমান, আব্দুল হালিম,
সাংস্কৃতিক সংগঠক শেখ মোশাররফ হোসেন, শ্রমিক নেতা মোঃ এরশাদ মোল্লা, তানভির রানা, নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা উপদেষ্টা সাবেক অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার, খান আনিসুজ্জামান, সহ-সভাপতি শাহেদ শরীফ রায়হান বাবু, গাজী আবদুল আজিজ, আব্দুল হালিম মুন্না, যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মোঃ সোহাগ খান ,শেখ ওমর ফারুক, কোষাধক্ষ্য জুয়েল বিশ্বাস ,সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন ,দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, দপ্তর সম্পাদক সবুজ দাস, প্রচার সম্পাদক আরিফুজ্জামান নয়ন, প্রকাশনা সম্পাদক মোঃ সজিবুল ইসলাম, সংস্কৃতি সম্পাদক তুষার কান্তি দত্ত , আইন বিষয়ক সম্পাদক শেখ বোরহান হোসেন,সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক জিএম তৌহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শিলা রানী মন্ডল, যুব বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন বাপ্পি, কার্যকরী সদস্য শ্যামল কুমার দাস, আখতারুজ্জামান লিটন,জিএম সোহেল, আহমেদ, আফজাল হোসেন, আব্দুর রহমান বেপারী,রাফসানুজ্জামান, তাঁজিমুল ইসলাম সোহেল, জলিল মোল্লা, নজরুল গোলদার, খান মুজাহিদুল ইসলাম সেতু সহ ডুমুরিয়া বাজার ব্যবসায়ী,ইজিবাইক ,মাহিন্দ্রা শ্রমিক নেতৃবৃন্দ।