মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় নিরাপদ সড়ক চাই উপজেলা শাখা৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন যানবাহনে ড্রাইভারদের মধ্যে সড়ক দুর্ঘটনায় সচেতনতা ও যানজট নিরসনে উপায় মূলক লিফলেট বিতরণ ও ক্যাম্পিং অনুষ্ঠিত হয় ।
আগামী ২২ শে অক্টোবর সারা বাংলাদেশে পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হল আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্দোগে মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসাবে আজ কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গাড়ির ড্রাইভারদে সচেতনতামুলক লিফলেট বিতরণ ও ট্রাফিক ক্যাম্পিং পরিচালিত হয়।
এ সময় কমলগঞ্জ উপজেলা নিসচা আহবায়ক মোঃ আব্দুস সালাম সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা মাসব্যপি বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচির পরিকল্পনা যাহা কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এ বাস্তবায়ন করা হবে।